অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম | E Passport Check Online

নতুন পাসপোর্ট বা পাসপোর্ট রিনিউ আবেদন করেছেন। পাসপোর্ট হয়েছে কিনা বা কখন ডেলিভারী পাবেন চেক করতে পারবেন অনলাইনেই। দেখুন ই পাসপোর্ট চেক করার নিয়ম।

Advertisement

এখানে আপনার আবেদনকৃত ই পাসপোর্টের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবেন। এজন্য আপনার আবেদনের Online Registration ID (OID) বা Application ID প্রয়োজন হবে। অনলাইনে চেক করেই জানতে পারবেন আপনার পাসপোর্ট হয়েছে কিনা

আপনার ই পাসপোর্ট অনলাইন আবেদন করার পর, Application Summery পেইজ থেকে Online Registration ID বা OID পাবেন। তাছাড়া Registration Form থেকেও Application ID এবং OID জানতে পারবেন।

পাসপোর্ট চেক করতে যা লাগবে

পাসপোর্ট চেক করার জন্য আপনার ইন্টারনেট সংযোগ সহ একটি স্মার্টফোন বা কম্পিউটার লাগবে। এছাড়া আপনার প্রয়োজন হবে:

  • Online Registration ID (OID) অথবা Application ID
  • পাসপোর্ট আবেদনে দেয়া জন্ম তারিখ
পাসপোর্ট চেক

ই পাসপোর্ট চেক করার নিয়ম

ই পাসপোর্ট চেক করতে প্রথমে ভিজিট করুন- www.epassport.gov.bd সাইটে। এরপর Check Status মেন্যুতে ক্লিক করে, Online Registration ID অথবা Application ID এবং জন্ম তারিখ দিন। I am human লেখার পাশে টিক দিয়ে ক্যাপচা পূরণ করুন। সবশেষে Check বাটনে ক্লিক করে পাসপোর্ট চেক করতে পারবেন।

আরও দেখুন: পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম

নিচের অপশন থেকে পাসপোর্ট ডেলিভারি চেক করতে পারবেন।

Advertisement
  • অনলাইনে E Passport Check করার জন্য এই পেইজের নিচের দিকে স্ক্রল করুন।
  • Online Registration ID লিখুন। এটি OID1000001234 এ ধরণের একটি আইডি যা Application Summery পেইজে পাওয়া যাবে। এছাড়া, Application ID ও ব্যবহার করতে পারেন।
  • পাসপোর্ট আবেদন অনুযায়ী আপনার জন্ম তারিখ লিখুন।
  • I am human লেখার বাম পাশে, টিক দিন এবং ক্যাপচা পূরণ করুন।
  • সবশেষে চেক বাটনে ক্লিক করুন। আপনার পাসপোর্ট স্ট্যাটাস জানতে পারবেন।
Advertisement

Check your E-Passport Application Status | www.epassport.gov.bd check

Passport এর বিভিন্ন Status এর অর্থ কি তা জানতে দেখুন- পাসপোর্ট স্ট্যাটাস ডিটেলস

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম

সাধারনত পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেকিং করার কোন সুযোগ রাখা হয়নি। তবে BMET রেজিস্ট্রেশন করা থাকলে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করতে পারবেন।

Passport আবেদনের অবস্থা Pending Backend Verification এ আটকে আছে। দেখুন: Pending backend verification হলে করণীয়

Advertisement

ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক

পাসপোর্ট ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট স্ট্যাটাস চেক করার জন্য Delivery Slip এর উপরের ডান পাশের 13 ডিজিটের Application ID নাম্বারটি খুঁজে নিন। এরপর www.epassport.gov.bd সাইট থেকে Check Status মেন্যুতে গিয়ে Application ID ও জন্ম তারিখ দিন। সবশেষে Captcha পূরণ করে Check বাটনে ক্লিক করে পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে পারবেন।

Advertisement

পাসপোর্ট সংক্রান্ত আরও তথ্য

হোমপেইজে যানEservicesbd
ই পাসপোর্ট সংক্রান্ত সকল তথ্যের জন্যই পাসপোর্ট
Advertisement

Similar Posts

13 Comments

  1. আমার পাসপোর্ট Enrolment pending backed verification der md jafar molla your e passport application ispending process in central system এই পাসপোর্ট কি পাওয়া যাবে বা যাবে না

    1. Enrolment Pending Backend Verification
      Dear YEASMEN AHMED, Your e-Passport application is pending for backend verification process in central system. এই ম্যাসেজ আসলে করণীয় কি?

      1. টেনশনের কিছু নাই। কোন তথ্য পুনরায় যাচাই করার প্রয়োজন্য হলে এই স্ট্যাটাস দেখায়। ওনারা যাচাই করে হয়তো প্রিন্টে পাঠাবে, নয়তো আবেদন রিজেক্ট করবে। ততদিন পর্যন্ত ওয়েট করুন।

        1. আমার পাসপোর্ট এ থানা ভুল প্রতিবেদন দিয়েছে কিন্তু থানা ভুল নয়।মোবাইল নাম্বার ভুল।এখন কি করতে হবে আমায় বলবেন।

  2. আমি তামিম ইকবাল বলছি যে আমার পাসপোর্ট হারিয়ে গেছে পরবর্তী আমি পাসপোর্ট করেছিলাম ভেরিভিশন কোড এখনো আসি নাই ডেলিভারি ডেট পার হয়ে গেছে এখন আমি কি করতে পারি আপনারা বলতে পারেন। প্লিজ রিপ্লে দিবেন।

  3. আমার পাসপোর্ট স্ট্যাটাস ইনকমপ্লিট দেখাচ্ছে। এখন আমার করনীয় কি? আমি কি অ্যাপ্লিকেশান ডিলিট করে পুনরায় আবেদন করব?

Comments are closed.