বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

বিকাশে বিদ্যুৎ বিল দেয়া খুব সহজ। আবার পাচ্ছেন ক্যাশ ব্যাক অফার। তাই জেনে নিন বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম।

Advertisement

বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম খুবই সহজ। টেলিকম দোকানে বা ব্যাংকে গিয়ে লাইনে দাড়িয়ে বিদ্যুৎ বিল দেয়ার দিন শেষ। আপনি চাইলে ঘরে বসে খুব কম সময়ে আপনার নিজ বা অন্য যে কারো বিদ্যুৎ বিল চেক ও পরিশোধ করতে পারবেন।

এতে করে আপনার যাতায়াত খরচ ও সময় বাঁচবে এবং অতি অল্প মাত্র ১% সার্ভিস চার্জে বিদ্যুৎ বিল দিতে পারবেন।

বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

বিকাশের মাধ্যমে বর্তমানে প্রায় সব ধরণের বিদ্যুৎ বিল দেয়া যায়। পল্লী বিদ্যুৎ, ডেসকো, নেসকো, ডিপিডিসি, বিপিডিবি (পিডিবি), ওয়েস্টজোন ইত্যাদির প্রিপেইড ও পোস্টপেইড বিল পরিশোধ করতে পারবেন।

বিদ্যুৎ বিল ২ ধরণের হয় ১) প্রিপেইড ও ২) পোষ্টপেইড। কিভাবে বুঝবেন আপনি প্রিপেইড ব্যবহার করছেন নাকি পোষ্টপেইড ব্যবহার করছেন।

  • Prepaid: যদি আপনি বিদ্যুৎ ব্যবহারের শুরুতেই আপনার মিটারে ব্যালেন্স রিচার্জ করেন এটি প্রিপেইড বিল।
  • Postpaid: যদি মাসিক বিদ্যুৎ ব্যবহারের পর আপনার কাছে বিদ্যুৎ বিল পাঠানো হয়, তাহলে আপনি পোস্টপেইড গ্রাহক।

বিকাশ অ্যাপ থেকে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

প্রথমে নিশ্চিত হয়ে নিন আপনি কি প্রিপেইড বিল বা মিটার রিচার্জ করবেন নাকি পোস্টপেইড বা মাসিক বিদ্যুৎ বিল পরিশোধ করবেন। সাধারণত গ্রামাঞ্চলে বেশিরভাগই পোস্টপেইড বা মাসিক বিল।

বিকাশ থেকে মাসিক বিদ্যুৎ বিল বা পোস্টপেইড বিল দিতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

Advertisement
  • ধাপ ১ঃ আপনার বিকাশ অ্যাপটি ওপেন করুন এবং পিন নম্বর দিয়ে লগ ইন করুন।
  • ধাপ ২ঃ বিকাশ থেকে পে বিল (Pay Bill) অপশনটিতে ট্যাপ করুন।
  • ধাপ ৩ঃ বিদ্যুৎ তারপর Palli Bidyut (Postpaid) সিলেক্ট করুন।
  • ধাপ ৪ঃ স্যম্পল বাটনে ক্লিক করে আপনার বিলের কোথায় এসএমএস হিসাব নম্বর আছে দেখে নিন। এবং আপনার বিলের কপি থেকে এসএমএস নম্বরটি , উপরের ৩ নং ছবিতে দেখানো জায়গায় লিখুন।
  • ধাপ ৫ঃ নিচের দিক থেকে পে বিল করতে এগিয়ে যান এ বাটনে ক্লিক করুন।
  • ধাপ ৬ঃ আপনার পেমেন্টের সব তথ্য ঠিক থাকলে, আপনার বিকাশ পিন নম্বর দিয়ে বিল পরিশোধ করুন।

বিকাশে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের নিয়ম

বিকাশে বিদ্যুৎ বিল চার্জ কত

বিকাশ থেকে বিদ্যুৎ বিল চার্জ মাত্র ১%। অর্থাৎ আপনার বিল ১০০ টাকা হলে চার্জ হবে ১ টাকা। তবে বিনা চার্জে প্রতি মাসে বিকাশ থেকে ৪টি বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

আরও পড়তে পারেন

Advertisement

Similar Posts

3 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।